Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
বড়লেখায় ৪দিনের সফরে আসছেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

বড়লেখা চার দিনের সরকারি সফরে আগামী ১১ এপ্রিল (বৃহস্পতিবার) সিলেট এবং সংসদীয় এলাকায় (বড়লেখা-জুড়ী) আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

সেখান থেকে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৪টায় কবি নজরুল একাডেমি, সিলেটে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সিলেট সার্কিট হাউসে রাত্রি যাপন শেষে পরদিন ১২ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৪টায় সড়ক পথে তিনি বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করবেন।

পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এবং দুপুর ১২টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এদিন বিকেলে বড়লেখা উপজেলার গাজিটেকা খেলার মাঠে আনন্দ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরদিন ১৪ এপ্রিল রোববার সকাল ৯টায় বড়লেখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ র‌্যালিতে তিনি অংশগ্রহণ করবেন। পরে সকাল সাড়ে ৯টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বড়লেখা নজরুল একাডেমি আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন।

এদিন বেলা দেড়টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করবেন।

 

Developed by :