Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




নুসরাতের গায়ে আগুন দেয়া সেই শম্পা আটক

ফেনী: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে (১৮) কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় আলোচিত শম্পাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শম্পাকে আটক করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।

তিনি বলেন, অগ্নিদগ্ধের সময় কেউ একজন ‘শম্পা চল’ বলেছেন এমন শব্দ অগ্নিদগ্ধ ছাত্রী শুনেছেন বলে চিকিৎসকদের কাছে তথ্য দিয়েছেন নুসরাত। সেই সূত্রে শম্পাকে আটক করে পুলিশ। শম্পা ওই মাদরাসার আলিম পরীক্ষার্থী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

এদিকে নুসরাত জাহানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে রেখেই নুসরাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

 

Developed by :