Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ফুটবল টুর্নামেন্টের পুরস্কার জ্যান্ত হরিণ!

বার্তা২৪ ডেস্ক: টুর্নামেন্ট মানেই হরেক রকম পুরস্কারের ছড়াছড়ি।  টিভি-ফ্রিজ-মোটরসাইকেল হতে শুরু করে কত কী। কিন্তু এবার সিলেটের সুনামগঞ্জে দেখা মিলল এক অভিনব পুরস্কারের ফুটবল টুর্নামেন্ট।  প্রথম চারটি পুরস্কারে রাখা হয়েছে চারটি পশু। তার মধ্যে প্রথম পুরস্কার জ্যান্ত হরিণ!

টুর্নামেন্টটির দ্বিতীয় পুরস্কার রাখা হয়েছে একটি জ্যান্ত ঘোড়া! আর তৃতীয় ও চতুর্থ পুরস্কারে রাখা হয়েছে হরিণ-ঘোড়া থেকে অপেক্ষাকৃত কম দামি খাসি ও ভেড়া। এই অভিনব টুর্নামেন্টটির আয়োজন করে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া ও  পার্শ্ববর্তী এলাকাবাসী।

এই টুর্নামেন্টটির প্রচারে পোস্টার টানানো হয় আশেপাশের এলাকায়। প্রবেশ মূল্য ধরা হয়েছিল ২ হাজার ১০০ টাকা। কিন্তু পরে প্রশ্ন উঠে, এই হরিণ কোথায় থেকে আনা হয়েছে?

এ ব্যাপারে টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য ফয়েজ উদ্দিন বলেন, ‘এক মাস আগে এই হরিণ সীমান্ত দিয়ে ভারত থেকে পালিয়ে এসেছে।  পোলাপান খেতে পারে না তাই টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছিল। কিন্তু গতকাল সোমবার বিকেল তিনটায় সুনামগঞ্জের জেলা বন বিভাগের কর্মকর্তা সালাউদ্দিন এসে হরিণটি উদ্ধার করে নিয়ে গেছেন।’

জানতে চাইলে জেলা বন বিভাগের কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ‌‘গতকাল বিকেল ৩টায় দোয়ারা বাজারের শহীদ আলীর বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়। এটির বয়স তিন বছর। এটি লম্বায় ৩৫ ইঞ্চি এবং উচ্চতায় ১৮ ইঞ্চি। সিলেট বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে রাত ৯টায় হরিণটি অবমুক্ত করা হয়।’

এ কারণে আগামী ১৭ এপ্রিল থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও তা আর হবে না বলে জানিয়েছেন টুর্নামেন্টের এন্ট্রি পরিচালনা কমিটির সদস্য ফয়েজ উদ্দিন।

 

Developed by :