Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




উত্তর শ্রীধরা রাস্তায় আরসিসি ঢালাই কাজের শুভ সূচনা

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।।

বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড শ্রীধরা উত্তর গড়রবন্দ সংযোগ রাস্তায় আজ সকাল ৯ টায় ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

এডিপি প্রকল্পের আওতাধীন প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ২৩০ মিটার রাস্তার নির্মাণ করছে বিয়ানীবাজার পৌরসভা। ইতিমধ্যে পৌরশহরের কলেজ রোড, টিএন্ডটি রোড ও খাসা পল্লীবিদ্যুত রোডে আরসিসি ঢালাই কাজের প্রক্রিয়া চলমান আছে । এদিকে শ্রীধরায় ঢালাই কাজের উদ্বোধনে ১নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ এমাদ উদ্দিন,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Developed by :