বড়লেখা: ঝড়ে বসতঘর হারানো বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের মহনপুর গ্রামের দিনমজুর বিধান বিশ্বাসের পরিবারকে বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির ব্যক্তিগত তহবিল থেকে ৬ হাজার টাকার চেক ও ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে।
আজ সোমবার পরিবেশ মন্ত্রীর পক্ষে বিধান বিশ্বাসের স্ত্রী সৌরভী রানী বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ।
তাৎক্ষণিক সহযোগিতা প্রদান করায় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে বিধান বিশ্বাসের বসতঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়। বসঘর হারিয়ে স্ত্রী ও ৪ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিলেন বিধান বিশ্বাস।