Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে তিন স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় দু’জন আটক : থানায় মামলা

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার থেকে ৩ স্কুলছাত্রী নিখোঁজের দু’দিন পর সোমবার (আজ) রাজধানী থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার এক ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আজ থানায় মামলা করেছেন।

জানা যায়, গত শনিবার শেওলা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী সকালে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় সাথে ছিলেন তার বাড়িতে বেড়াতে আসা দু’ফুফাতো বোন। তারাও ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেন। বিকেলে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদেরকে অনেক খোঁজাখুজি করে পাননি।

পরে এ নিয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ওই ৩ ছাত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। এরপর ছাত্রীদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বিয়ানীবাজার থেকে দু’জনকে আটক করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর জানান, এটা নিখোঁজ কিংবা অপহরণের ঘটনা নয়। উদ্ধার তিন স্কুলছাত্রী প্রেমীকের হাত ধরে পালিয়েছিল।

তিনি বলেন, আমরা এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছি। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে তিনি আটক দু’জনের নাম বলতে রাজি হননি।

 

Developed by :