ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ এপ্রিল) সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার জানান, সকাল ৮টা ৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টার পর ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ছড়িয়ে পড়া আগুন নেভাতে সাড়ে ৯টা বেজে যায়।
জানা গেছে, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এতে কেউ হতাহত না হলেও স্টোররুমের বহু মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিষয়টি বের করা হবে। আর ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি।