বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার মেওয়া থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি আরো জানায়, অপহরণ নয়; তারা তাদের প্রেমিকদের সাথে পালিয়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত শনিবার দিঘলবাক ও ঢেউনগর গ্রাম থেকে তিন স্কুলছাত্রী একযোগে নিখোঁজ হয়। তাদের অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিলো না। নিখোঁজ স্কুলছাত্রীদের একজন শেওলা উচ্চ বিদ্যালয় এবং অপর দু’জন ফেঞ্চুগঞ্জ উপজেলায় লেখাপড়া করেন। ফেঞ্চুগঞ্জের স্কুলছাত্রীরা শেওলা এলাকায় মামার বাড়ি বেড়াতে এসেছিল।