Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




২০০ কেজি ওজনের বাঘ মাছ লালবাজারে

সিলেটের লালবাজারে বিক্রির জন্য আনা হয়েছে ২০০ কেজি ওজনের একটি বাঘ মাছ।

রোবরার (৭ এপ্রিল) ভোরে জকিগঞ্জের ডুবাইচর কুশিয়ারা নদীতে বাঘ মাছটি জেলেদের জালে আটকা পড়ে। রবিবার দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া। তিনি মাছটির দাম হাঁকছেন ৪ লাখ টাকা। তবে এ পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা দর করেছেন ক্রেতারা।

ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন।

তিনি বলেন, পর্যাপ্ত দাম না পেলে আগামীকাল সকালে মাছটি কেটে বিক্রি করবো।

 

Developed by :