সৌদি আরবে পাহাড় থেকে পড়ে আহাদ (২০) নামে প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল গ্রামের মৃত চানু মিয়ার ছেলে।
গত ৯ মাস ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে রোড ক্লিনারের চাকরি করতেন তিনি। সৌদি সময় শুক্রবার দুপুরে মক্কার নূর জালালিয়া পাহাড়ে কাজ করার সময় প্রায় ৩০০ ফুট উঁচু থেকে পড়ে যান আহাদ। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তরুণ আহাদ গত বছর জুলাই মাসে শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরব আসেন। আহাদের মা বিলকিছ জানান, ছেলের মৃত্যু সংবাদ পেয়েছেন আহাদের সহকর্মীদের কাছ থেকে।