Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




মদপানের পর রাবি’র ২ শিক্ষার্থী ও প্রকৌশলীর মৃত্যু

রাজশাহী: অতিরিক্ত মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। নিহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহতাসিম রাফিদ খান তুর্ষ এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তুর্য রায়।অন্যদিকে মদপানের পর অসুস্থ হয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ প্রকৌশলী দিমিত্রি বেল্লি (৪১) মারা গেছেন। অসুস্থ হয়েছেন আরও দুই রুশ প্রকৌশলী।

দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবীর। নিহত রাফিদ খানের বাড়ি খুলনায় এবং তুর্য রায়ের বাড়ি নীলফামারির ডোমারে।

সহকারী প্রক্টর হুমায়ুন কবীর জানান, নগরীর মুন্নাফের মোড় এলাকায় ছাত্রাবাসে তারা মদমদপানে অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোরে তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে মদপানে রুয়েটের আরেক ছাত্র অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে একই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিমিত্রি বেল্লি মারা যান। দিমিত্রির বাবার নাম ভ্লাদিমির বেল্লি। দুই রুশ প্রকৌশলী মিকায়েল দিমা ও লোগেচেভ লেভ নগরের লক্ষ্মীপুর এলাকার সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার সকালে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল চৌধুরী জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

 

Developed by :