Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিলেটে বিএনপির অনশন

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন করেছে জেলা ও মহানগর বিএনপি।

শনিবার সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু করেন নেতাকর্মীরা। যা দুপুর ১টায় শেষ হয়।

অনশনে অংশ নিতে সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা দলে দলে সিলেট রেজিস্টারি মাঠে সামনে জড়ো হতে থাকেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। জনগণের ধৈর্য্যের বাধ ভেঙে গেলে সরকার পালানোর পথ খুজে পাবে না।

 

Developed by :