Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিশ্বকাপে ‘অঘটন’ ঘটাতে পারে বাংলাদেশ

ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারলে ইংল্যান্ড বিশ্বকাপে ভালো কিছু করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন গর্ডন গ্রিনিজ। বাংলাদেশের ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী কোচ জানান, ধারাবাহিকতা ধরে রাখা খুবই জরুরি। তবেই ভালো ফল আসে। বিশ্বকাপে বড় দলের বিপক্ষে বাংলাদেশ ‘অঘটন’ ঘটাতে পারে বলেও মনে করেন তিনি। সামনে ওয়ানডে বিশ্বকাপ।
ইংল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেটের এই মহাযজ্ঞে অংশ নেবে বাংলাদেশ। প্রথম পর্বে প্রতিটা দলকে ৯টি করে ম্যাচ খেলতে হবে। টাইগাররা নির্দিষ্ট কোনো দলকে নিয়ে ভাবছেন না; বরং ম্যাচ বাই ম্যাচ এগোতে চান। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিফাইনাল।
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। ৫০ ওভারের ক্রিকেট হওয়ায় আশার পালে ভেলা ভাসাচ্ছেন মাশরাফি, সাকিবরা। ওয়ানডে ফরম্যাটে গত ৩-৪ বছর ধরে দেশে ও দেশের বাইরে পাওয়া সাফল্যই তাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল। তিন-জাতির এই টুর্নামেন্টই হবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির মূল মঞ্চ। দলে সিনিয়র পাঁচ ক্রিকেটার-মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ আছেন। চূড়ান্ত দল এখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্য ১৫ জন খেলোয়াড়ের নাম জানা গেছে।
অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ একটি দলই যাবে ইংল্যান্ডে। গত বছর মে মাসের পর গতকাল আবারও ঢাকায় এসেছেন গর্ডন গ্রিনিজ। এবার তিনি এসেছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেন টুর্নামেন্ট উপলক্ষে।
টাইগারদের সাবেক কোচ আবারও বাংলাদেশে আসতে পেরে খুশি। বললেন, ‘এটা আমার জন্য ঘরের মতোই। গত দুই বছরের মধ্যে এখানে (বাংলাদেশ) দুইবার এসেছি। আমি গলফার নই; তবু খেলাটা আমার দারুণ পছন্দের।’
ক্রিকেটের মানুষ এসেছেন আর ক্রিকেট নিয়ে প্রশ্ন হবে না, তা কি হতে পারে? গলফের অনুষ্ঠানে এলেও তাই ক্রিকেট নিয়ে কথা বলতে হলো গ্রিনিজকে। বিশ্বকাপে বাংলাদেশের সাবেক এ কোচের ফেভারিট দল ভারত।
বাংলাদেশকে নিয়েও আশাবাদী তিনি। বললেন, ‘বাংলাদেশ দল অনেকটা পাকিস্তানের মতো। একদিন বেশি ভালো খেলে তো আরেক দিন খারাপ। ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারলে ভালো কিছু করবে বাংলাদেশ।’
বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখেন গ্রিনিজ! তাই তো টাইগারদের উন্নতির গ্রাফটা বেশ ভালোই জানা রয়েছে তার। বাংলাদেশের ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী কোচ বললেন, ‘বাংলাদেশ এখন আগের চেয়ে ভালো খেলছে। কিন্তু ধারাবাহিকতার বড়ই অভাব। আমি মনে করি, ধারাবাহিক হলে এ দলটা বিশ্বকাপে চমকে দিতে পারে!’
উইন্ডিজের কিংবদন্তি এই ক্রিকেটার আরও বলেন, ‘ইংল্যান্ডে প্রতিটি দলকেই ভালো খেলে, লড়াই করে পয়েন্ট তুলে নিতে হবে; তার পর সুপার সিক্স কিংবা ফোর। আমি মনে করি, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটি পয়েন্টও। একটা ম্যাচের জয়-পরাজয়ে দর্শক অনেক বেশি ভূমিকা রাখে। দর্শক চাপটা অনেক বেশি জরুরি। বাংলাদেশের ম্যাচেও দারুণ দর্শক হবে। তবে এটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না যে, কোন দল বিশ্বকাপ জিতবে।’
 

Developed by :