বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের পূর্ববাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি দোকান কোঠা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বৈরাগীবাজারের পূর্ববাজারের দুটি সবজির দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সকালে আগুন লাগার ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনকে অবগত করেন।
পরে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধ ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সবজির দোকান দুটোর সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি।