Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




এবার নারীর মৃতদেহের পেটে মিললো ইয়াবা

ঢাকা: কে বা কারা অজ্ঞাত এক নারীর মরদেহ রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ফেলে পালিয়েছে। কোনো উপায় না দেখে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন শেরেবাংলা নগর থানা পুলিশকে। অনেক খোঁজাখুজির পরো নিহতের পরিচয় জানতে না পেরে অজ্ঞাত হিসেবেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের সময় রীতিমতো চোখ কপালে উঠার মতো অবস্থা চিকিৎসকদের। ওই মরদেহের পেট থেকে একে একে ৫৭টি ইয়াবা ভর্তি পোটলা বের করা হয়। সেগুলো খুলে দেখা যায় প্রায় দেড় হাজার পিস ইয়াবা।

বুধবার রাত ১১টার দিকে শেরেবাংলা নগর থানার পিএসআই তুহিন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান এ এম সেলিম রেজা জানান, ওই নারীর মৃতদেহ ময়নাতদন্ত করার সময় তার পেটে প্যাকেটে মোড়ানো অবস্থায় দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

Developed by :