Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




মিটিং বসার আগেই বাজারে আগুন, সর্বস্ব হারিয়ে আহাজারি

ঢাকা: রাজধানী ঢাকায় একের পর এক আগুন লাগার ঘটনায় অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসার কথা ছিল খিলগাঁও বাজারের মালিক সমিতির। কিন্তু সেই বৈঠকে বসার সুযোগটিই পেলেন না তারা। তার আগেই আগুনের পুড়ে ছাই হলেও বাজারের প্রায় অর্ধশত দোকান।

খিলগাঁও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী সরদার এ কথা বলেছেন। বৃহস্পতিবার বৈঠকের তথ্য তিনি জানালেও বুধবার দিবাগত মধ্যরাত সোয়া ৩টার দিকে ওই বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তাদের চোখেমুখে সর্বস্বান্ত হওয়ার উদ্বিগ্নতা। মলিন চেহারায় তাকিয়ে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে। তাদের মধ্যে বাজারের সামনে বসে বিলাপ করতে দেখা যায় অনেককে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।

 

সর্বশেষ সংবাদ

Developed by :