Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ট্রপিক্যাল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পাবার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঠানো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম বলেন, আগুন লাগার সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে গেছে।

বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Developed by :