Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




হলি আর্টিজন হামলায় সেই ফারাজকে নিয়ে বলিউডে চলচ্চিত্র

হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত বাংলাদেশি তরুণ ফারাজ আইয়াজ হোসেনকে নিয়ে চলচ্চিত্র তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলিউড নির্মাতা মহেশ ভাট। চলচ্চিত্রটি নির্মাণের প্রস্তুতির কথা স্বীকার করেছেন তার বিভিন্ন চলচ্চিত্রে লেখক হিসেবে যুক্ত সুরিতা দাস।

‘অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তবে ফারাজকে নিয়ে ছবি করব, এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখনো আমরা গবেষণা পর্যায়ে আছি। আরো গবেষণার পর বলা যাবে।’ গতকাল দুপুরে মুম্বাই থেকে হোয়াটসঅ্যাপে সুরিতা বলেন।

যদিও ছবির সঙ্গে যুক্ত আরেকটি সূত্র জানিয়েছে, ফারাজ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ৫ অথবা ৬ এপ্রিল শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা আসবে মহেশ ভাটসহ ছয়-সাতজনের একটি দল। এই দলে ফারাজ চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত এক তরুণ অভিনেতাও থাকবেন। তবে তার নাম জানা যায়নি।

ঢাকা আসার পরিকল্পনার কথা জানালেও দিন-তারিখ এখনো ঠিক হয়নি বলে জানালেন সুরিতা, ‘কবে যাব সেটা এখনো নিশ্চিত নয়। মাত্র ভিসার কাজ চলছে।’

কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে না চাইলেও মহেশ ভাট কিভাবে ফারাজ সম্পর্কে আগ্রহী হলেন সেটা জানিয়েছেন সুরিতা, ‘২০১৬ সালে হারমনি ফাউন্ডেশন সাহসিকতার জন্য ফারাজকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিসে ভূষিত করে। মুম্বাইতে সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন মহেশ ভাট। তখনই তিনি ফারাজ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন।’

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মারা যান ২০ বছর বয়সী ফারাজ। জঙ্গিরা ফারাজকে ছেড়ে দিতে চাইলেও দুই বন্ধুকে ফেলে আসতে অস্বীকৃতি জানান। পরে ফারাজকেও হত্যা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

Developed by :