Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




এতটা বিপদে কখনো পড়েনি অস্ট্রেলিয়া

৩০ মে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ২০১৯ বিশ্বকাপ। আর তা মাথায় রেখে অল্প ক’দিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করবে অংশগ্রহণকারী দলগুলো। তবে এক্ষেত্রে কিছুটা হলেও বিপদে পড়বে অস্ট্রেলিয়া।

স্কোয়াড ঘোষণাকালে অস্ট্রেলিয়ার বিপদে পড়ার মূল কারণটি হচ্ছে বিশ্বকাপের আগে দলের টানা জয় ও ব্যাটসম্যানদের দুরন্ত পারফর্ম। বর্তমানে ফিঞ্চ-উসমান খাজা রয়েছেন বেশ ছন্দে। অন্যদিকে আইপিএলে রান ফোয়ারা ফুটাচ্ছেন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথ। সদ্য মুক্তি পাওয়া দুই তারকা অপেক্ষায় প্রহর গুনছেন জাতীয় দলে ফেরার। মিডলঅর্ডারের ব্যাটসম্যানও ভালো করছেন।

তাই এখন প্রশ্ন দানা বেঁধেছে, অস্ট্রেলিয়া টিম ম্যানেজম্যান্ট কাকে রেখে কাকে দলে নিবে? তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কোচ জাস্টিন ল্যাঙ্গারও জানিয়েছেন, বিশ্বকাপের জন্য এ মুহূর্তে ১৫ সদস্যের দল নির্বাচন করা বেশ জটিল হয়ে গেছে। আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার দুবাইতে ল্যাঙ্গার বলেন, আজ বা কাল আমাদের বিশ্বকাপের দল অবশ্যই ঘোষণা করতে হবে। তবে এক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু খেলোয়াড়কে হতাশ করতে হবে। আসলে দল নির্বাচন করাটা এখন আমাদের জন্য চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে।

 

Developed by :