Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ফলো-আপঃ অবশেষে পরিষ্কার হলো শেওলা সেতুর নাম ফলক

মোঃজয়নুল ইসলাম,বিয়ানীবাজারবার্তা২৪.কম।।।  

বিয়ানীবাজার উপজেলাকে সড়কপথে সিলেটের সাথে সংযোগ দেয়া প্রথম সেতু হলো শেওলা সেতু।

১৯৯৯ সালের ৩১ জুলাই সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ শেওলা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, ১৯৯১ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে শেওলা সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে সেতুর নির্মাণ কাজে গতি বৃদ্ধি পায়। ১৯৯৯ সালের ৩১ জুলাই শেওলা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিয়ানীবাজারবার্তা২৪.কম অনলাইনে গত ৯ই মার্চ “শেওলা সেতুর নাম ফলকে পোষ্টারের বন্যা” শিরোনামে একটি প্রতিবেদন  প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর গত সপ্তাহে দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম দাদা ভাইয়ের প্রচেষ্টায় নাম ফলকের উপর থেকে ময়লা পরিষ্কার করা  ও সংরক্ষণের উদ্দ্যোগ নেওয়া হয়। বিয়ানীবাজারবার্তা২৪.কম কে দেয়া ফোনে এক বার্তায় তিনি বলেন জাতীয় ও উপজেলা নির্বাচনের ব্যস্ততায় আমি এ বিষয়ে নজর দিতে পারিনি। পরে এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কাজী  আরিফুর রহমান মহোদয় আমাকে অবগত করলে আমি সংস্কারের উদ্দ্যোগ নেই। পরবর্তীতে আর যাহাতে কেউ পোষ্টার না লাগাতে পারে সে জন্য নাম ফলকের খুঁটির চারপাশে এসএস পাইপের রেলিং তৈরি করা হবে।

 

Developed by :