ঢাকা: দেশের ১০টি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথমদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা।
এদিকে পরীক্ষার সময় কর্মকর্তা ও সাংবাদকর্মীদের নিয়ে পরীক্ষার্থীদের কক্ষ পরিদর্শনে আলোচনা-সমালোচনা এড়াতে দলবল ছাড়াই পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার সকালে শিক্ষামন্ত্রী রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে উপমন্ত্রী এবং কলেজের অধ্যক্ষকে নিয়ে কক্ষ পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় উপস্থিত টিভি ক্যামেরাপারসন, সাংবাদিক এবং ফটো সাংবাদিকেরা তাদের সঙ্গে যেতে চাইলেও থামিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্লিজ। অপনারা ওদিকে যাবেন না, শুধু বিটিভির ক্যামেরা যাবে, বিটিভি থেকে আপনারা ছবি নিয়েন। আপনারা সবাই এখানে থাকুন। আমি পরে কথা বলবো।

কিছুক্ষণ পরে পরিদর্শন শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. দীপু মনি।
পরীক্ষার সময় একটি চক্র প্রশ্ন ফাঁস করে বা গুজব ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয় বলে জানান সাংবাদিকরা। তাদের মোকোবিলায় কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে তা-ও জানতে চাওয়া হয়।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্ন ফাঁস বা গুজব সৃষ্টিকারী চক্রের প্রতি সজাগ দৃষ্টি রাখছেন গোয়েন্দারা। এবার কেউ এসব কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে এই প্রজন্মের ভবিষ্যত। সেটা কেউ অন্ধকারে ঠেলে দেবে তা আমরা বরদাস্ত করবো না।
প্রশ্নবিদ্ধ হতে পারে এমন কোনো সুযোগ না দিয়ে এবারের পরীক্ষা শেষ করতে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করছে বলেও জানান মন্ত্রী।
প্রসঙ্গত, এবার এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ এক লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং ডিআইবিএসে ৪৩ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র এবং ৬ লাখ ৮৭ হাজার নয়জন ছাত্রী।
দেশের বাইরে এবার বিদেশের আটটি কেন্দ্রে ২৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা।