Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ঢাকায় কালবৈশাখী ঝড়ে নিহত ৪, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা

রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে কেরানীগঞ্জ মডেল থানার বুড়িগঙ্গা নদীর বরিসুরের মাদারীপুর ঘাটে নৌকাডুবিতে এক নারী ও দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া নৌকার মাঝিসহ এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে, রাজধানীর পুরানা পল্টনে ঝড়ে বহুতল ভবন থেকে ইট পড়ে নিচে থাকা মো. হানিফ (৪৫) নামে চায়ের দোকানির মৃত্যু হয়েছে। ঘটনাটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ঘটলে পল্টন থানার এসআই মো. সুজন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে ৬টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন মোড়ে চায়ের দোকান করতো হানিফ। সেখানের পাশের একটি বহুতল ভবন (মল্লিক কমপ্লেক্স) থেকে বেশ কয়েকটি ইট তার উপরে পড়ে। গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি, পাশে বেশ কয়েকটি ইট পড়ে থাকতে দেখে গেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

এছাড়া শেরেবাংলা নগর লেক রোডে ঝড়ে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম লিলি ডি কস্তা (৪০)। শেরেবাংলা নগর থানার ওসি আলম মুন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঝড় শুরুর কিছুক্ষণ পরই রাজধানীর ধানমণ্ডি, শুক্রাবাদ, পান্থপথ, কলাবাগান, বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশ, আজিমপুর, লালবাগ, মগবাজার, মৌচাক, মাতুয়াইলসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ চলে গিয়ে আঁধার নেমে আসে। বজ্রচেরা আলোয় এ সময় এসব এলাকা ভুতুড়ে হয়ে ওঠে।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) পরিচালক (অপারেশন) হারুন উর রশীদ জানিয়েছেন, ঝড়ে ধানমণ্ডি, লালবাগ, মগবাজার ও মাতুয়াইল এলাকার চারটি ১৩২ কেভি গ্রিড লাইন বন্ধ হয়ে যায়।

এর ফলে এসব এলাকাসহ আশপাশের অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তিনি জানান, এসব এলাকার গ্রিড চালু করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ সংবাদ

Developed by :