Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের একটি যুদ্ধবিমান। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (৩১ মার্চ) দেশটির বিমান বাহিনীর দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রবিবার স্থানীয় সময় সকালে পাক-ভারত সীমান্তবর্তী রাজ্য রাজস্থানে বিমান বাহিনীর মিগ-২৭ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

এদিকে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ দিন রুটিন মিশনের অংশ হিসেবে মিগ-২৭ ইউপিজি মডেলের সেই বিমানটি রাজস্থানের যোধপুর বিমান ঘাটি থেকে উড্ডয়ন করে। এরপর যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরবর্তী সিরোহীর শেও গঞ্জের আকাশ সীমায় পৌঁছালে আচমকা বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

তখন পাইলট কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে বিমানটি বিধ্বস্ত হয়। যদিও ততক্ষণে বিমানের পাইলট প্যারাসুটের মাধ্যমে নিজেকে সেখান থেকে মুক্তি করে নেন।

বেশ কিছু বছর যাবত ভারতীয় বিমান বাহিনীর এসব যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। যার মধ্যে গত এক বছরেই এই সংখ্যা সবচেয়ে বেশি।

এর আগে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ চলাকালে শত্রু পক্ষের বেশিরভাগ লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করতে কার্যকরী ভূমিকা পালন করেছিল ভারতীয় বিমান বাহিনীর এসব যুদ্ধবিমান। যদিও কালের বিবর্তনে ও নতুন নতুন প্রযুক্তির কাছে এসবের অনেকগুলোই আজ বেশ পুরনো।

 

সর্বশেষ সংবাদ

Developed by :