Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বর্ণচোরাদের ছাতকবাসী আস্তাকুড়ে ফেলেছে: এমপি মানিক

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতকবাসী ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে বর্ণচোরাদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। ছাতকবাসী এখন কলংকমুক্ত। এই ছাতক-দোয়ারার মানুষ সবসময় আমার আস্তার প্রতিদান দিয়েছে, আমি তাদের কাছে চিরঋনী। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সারাদেশের ন্যায় ছাতকের উন্নয়ন কোনো অপশক্তি রুখতে পারবে না।

বুধবার ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যাদের সম্মানে এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাংসদ এডভোকেট শামীমা শাহরিয়ার।

তারা বক্তব্যে বলেন, মুহিবুর রহমান মানিক শুধু ছাতক-দোয়ারার নির্বাচিত সাংসদ নয়। তিনি বৃহত্তর সুনামগঞ্জের আওয়ামী রাজনীতির অভিভাবক। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তার তত্বাবধানে সকলেই ঐক্যবদ্ধভাবে এই হাওরাঞ্চলের উন্নয়নে কাজ করছেন।

বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, স্বাগত বক্তব্য রাখেন, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস শহিদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফ্ফার, ভাতগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী মর্তুজ আলী, মোঃ আব্দুল হাই, ছালিক মিয়া, রুয়েল আহমদ, মোঃ মাসুক মিয়া, লিলু মিয়া তালুকদার, রাধিকা দত্ত, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, আনোয়ার হোসেন আলী, মোঃ হেলাল উদ্দিন, লোকমান হোসেন, আলমগীর হোসেন, লিমন মিয়া, রফিক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুর রহমান তালুকদার টুনু, কৃপেশ চন্দ্র, রাসেল আহমদ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মিজানুর রহমান ও গীতা পাঠ করেন, সপ্তম শ্রেণির ছাত্র শুভা দাশ জিৎ।

 

Developed by :