Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




পেশাদার পাইলটের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের ইশতিয়াক

বিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজারের কৃতি সন্তান ইশতিয়াক উদ্দিন খান পেশাদার পাইলটের সরকারি স্বীকৃতি পেয়েছেন। সরকার তাঁকে আকাশ যান চালানোর স্বীকৃতি দিয়েছে।

পাইলট ইশতিয়াক উদ্দিন খান শিল্পপতি, মাথিউরা চা বাগানের পরিচালক, সমাজসেবক, মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোসলেহ উদ্দিন খানের পুত্র এবং শিল্পপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, মাথিউরা চা বাগানের চেয়ারম্যান সামসুদ্দিন খান’র ভাতিজা।

মোসলেহ উদ্দিন খান ও সাহেদা খান দিপা’র দুই সন্তানের দ্বিতীয় ইশতিয়াক উদ্দিন খান। তাঁর একমাত্র বোন সিলেট লিডিং ইউনিভার্সিটির প্রভাষক।

ইশতিয়াক খান সিলেট আনন্দ নিকেতন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করেন। এরপর তিনি আকাশ জয় করতে ঢাকার গ্যালাক্সি ফ্লাইং একাডেমীতে ভর্তি হন। সেখানে প্রায় সাড়ে ৩ বছর অধ্যয়ন শেষে পেশাদার পাইলট জীবনে পর্দাপন করেন।

 

Developed by :