বিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
নব নির্বাচিত বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম পল্লবকে বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা। ২৪ মার্চ রবিবার সকাল ১১ ঘটিকায় আবুল কাসেম পল্লবকে সুফাতলাস্থ তার বাসায় ফুলেল শুভেচ্ছা জানান ক্রীড়া সংস্থার দায়িত্বশীলরা।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি তুতিউর রহমান তুতা, সাধারণ সম্পাদক আখতারুজ্জ্বামান উজ্জ্বল, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুবের, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, সহ কোষাধ্যক্ষ ওয়েছ আহমদ, দপ্তর সম্পাদক ডা. জয়নুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক হোসেন আহমদ, জালাল উদ্দিন, সদস্য আল জুনেদ, ইমরান আহমদ।