বিয়ানীবাজারবার্তা২৪.কম: সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের বর্বর পাকিস্তানি নিষ্টুর হত্যাযজ্ঞ সারা বিশ্বের কাছে তুলে ধরতে আজ থেকে প্রতি বছর ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে।
দিবসটি ইতিহাসের একটি কালো অধ্যায় এবং বাঙ্গালীর স্বজন হারানোর দিন হিসাবে অগণিত শহীদদের স্মরণে আজ সোমবার রাত ৯টায় সারাদেশ এক মিনিট অন্ধকারে থাকবে।
আজ সোমবার (২৫শে মার্চ) সকালে গণহত্যা দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও প্রশাসন, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপজেলা চত্বরের বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্প নিবেদন করেন।
বেদিমূলে পুষ্পার্ঘ নিবেদন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম অভিলাশ চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর, থানা অফিসার ইনচারজ অবণী শংকর কর।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে গণহত্যার উপর দুর্লভ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।