বিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায়স্থ শেখ ওয়াহিদুর রহমান একাডেমী’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষসহ শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ। এ প্রতিযোগিতা আগামী রবিবার (২৫ মার্চ) পর্যন্ত চলবে।
প্রতিযোগিতার উদ্বোধনকালে বিদ্যালয়ের প্রিন্সিপাল জহিরুল ইসলাম বলেন, খেলাধুলা শিশুদের মানসিক ও শারীরিক গঠন বৃদ্ধি তথা সার্বিক মেধা ও মননের উন্নতিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চা করা প্রয়োজন। এতে মানসিক বিকাশের পাশাপাশি শারিরীক গঠন গড়ে ওঠে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বাংলা ও ইংলিশ মিডিয়ামের নার্সারী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। পরে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে