বিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।
জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মরহুম আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে জুবেল মিয়া (২৮) উন্নত জীবনের আশায় তুরস্ক যাবার পথে দালালের প্রতারণার শিকার হয়ে ইরানের একটি মাফিয়া অপহরণকারী চক্রের হাতে অপহৃত হয়েছে।
অপহরণকারীরা তাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন করে তার পরিবারের কাছে ভিডিও ও ছবি পাঠাচ্ছে এবং তাকে জীবিত পাওয়ার জন্য কল করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে। জুবেল মিয়া ৪ ভাই ১ বোনের মধ্যে চতুর্থ।
সে জগন্নাথপুর কলেজের ডিগ্রী শিক্ষার্থী ছিল এবং সিলেট পানসী রেস্টুরেন্টে বিল সেকশনে কর্মরত ছিল। তার অপহরণের খবর পেয়ে তার পরিবারের কান্না কোনভাবেই যেন থামছেনা।
তার পরিবার জানায়, তাদের শেষ সম্ভল ভিটে বাড়ি বিক্রি করে হলেও জুবেলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান।