সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুসারে বিয়ানীবাজার উপজেলায় বৃত্তি পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৮০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৬৩জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১১জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৯১.৩১ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। উপজেলার ১৯৬টি (সরকারি, বেসরকারি ও কেজি স্কুল) শিক্ষা প্রতিষ্ঠানের ৫হাজার ৪শ ৭০জন শিক্ষার্থী অংশ নেয়। মোট শিক্ষার্থীদের মধ্যে ৪শ’ ৭৫জন অকৃতকার্য হয়েছে। পাশ করেছে ৪ হাজার ৯শ’ ৯৫ জন। জিপিএ-৫ পেয়েছিলো উপজেলার ৩১৬ জন শিক্ষার্থী।