নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে আজ রবিবার বিকেলে উপশহর এলাকায় সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যানবাহনে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত স্টিকার ভিতরণের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশবার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
নিসচা সিলেট জেলা’র সভাপতি সংগঠক এম.বাবর লস্কর ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসনে খানের উপস্থিতিতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হাবিবুর রহমান, হানিফ আহমদ, নিসচা সিলেট জেলা’র সহ-সভাপতি আব্দুর রহমান, প্রকৌশলী অরবিন্দু রায় অপু, ডাঃনিজাম উদ্দিন, সানজিদ ইবনে ইসহাক মুখ।