Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




দুবাগে মানুষরূপী শয়তানদের দেয়া আগুনে পুড়লো তিনটি গরু!

বিয়ানীবাজারবার্তা২৪.কম: পূর্ব শত্রুতার জের ধরে বিয়ানীবাজারের দুবাগে মইন উদ্দিন নামের এক ব্যক্তির ৩টি গরু রাতের অন্ধকারে মানুষরূপী শয়তানদের দেয়া আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুস্কৃতকারিরা।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টায় উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামে মৃত তুতিউর রহমানের পুত্র মইন উদ্দিনের গরুর খোঁয়াড়ে রাখা দুই গাভীসহ তিনটি গরু ও ২টি বাছুরকে পুড়িয়ে হত্যা করার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেয় দুস্কৃতকারিরা।

গরুর ডাক চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে দুই বাছুরকে উদ্ধার করতে সক্ষম হলেও দুটি গাভীসহ তিনটি গরু পুড়ে মারা যায়।

মইন উদ্দিন জানান, পুর্বশত্রুতার জের ধরে দুস্কৃতকারিরা আমার গরু খোঁয়াড়ের মধ্যে রাখা খড়ে আগুন ধরিয়ে ৩টি গরুকে নির্মমভাবে পুড়িয়ে মেরে ফেলছে। তবে প্রতিবেশীদের সহযোগিতায় দুটি বাছুরকে বাচাতে পেরেছি।

 

Developed by :