।।মাজেদ আহমদ।।
আমাদের এলাকায় শিক্ষার পতাকাকে সমুন্নত রাখার অবদান স্বরূপ প্রবাদ পুরুষ হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে তিনির নাম। যিনি আদর্শিক মানুষ গড়ার নিরন্তর চেষ্টায় নিজেকে সবসময় নিয়োজিত রাখেন। বলছিলাম আমার শৈষব আর কৈশরের ভালোবাসার শিক্ষাপীঠ আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্টাতা আজাদ চৌধুরী স্যারের কথা। নিজের সন্তানের ন্যায় স্যারের স্নেহ-ভালোবাসা আমাকে ধন্য করেছে।
যতদূর জানি ছাত্রজীবন থেকে জীবন সংগ্রামের প্রত্যেকটি অধ্যায়ে স্যার সফলতার সাক্ষর রাখেন। সম্প্রতি ব্রিটেনের রানী কর্তৃক সম্মানজনক MBE খেতাবে ভূষিত করা হয় গুনী এই শিক্ষাবিদকে।
গত ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনস্থ রানী এলিজাবেথ এর বাসভবন বাকিংহাম প্যালেসে রানীর দৌহিত্র প্রিন্স উইলিয়ামের কাছ থেকে স্যার সম্মানজনক MBE এওয়ার্ডটি গ্রহণ করেন। একজন ছাত্র হিসেবে স্যারের প্রত্যেকটি অর্জন আমাদের গর্বিত করে। স্যারের এই অর্জনে উনার সাফল্যের পালকে আরেকটি মুকুট যুক্ত হলো।
স্যারের অর্জন আমাদের গোটা এলাকাকে গৌরবান্বিত করেছে। আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি। শতায়ু হয়ে আমাদের মাঝে থাকুন আলোর দিশারি হয়ে এমন প্রার্থনা রইলো মহান স্রষ্টার দরবারে।।
লেখক: প্রাক্তন স্কুল ক্যাপ্টেন, আজাদ চৌধুরী একাডেমী।