Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




আছিরগঞ্জে ভাই ভাই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জে ভাই ভাই ফুটবল টুর্ণামেন্টের যাত্রা শুরু হয়েছে।

শনিবার বিকেল ৩টায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তারা যথাক্রমে প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ থানা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার থানা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ৫নং বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক কৃতি ফুটবলার আব্দুল জলিল প্রমুখ।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি আলীম উদ্দিন বাবলু, সহসাধারণ সম্পাদক এবাদুল হক, গোলপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার শফিকুর রহমান, মক্তদির আলী লাল মিয়া, মো. রেহান উদ্দিন, নিয়াজ মাহমুদ, আব্দুল আহাদ প্রমুখ।

আছিরগঞ্জ ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় গোলাপগঞ্জের বাগলা স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টিং একাডেমিকে পরাজিত করে।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন জলঢুপ একাডেমির কাওছার।

খেলা পরিচালনা করেন শাহিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন জামিল আহমদ ক্যারল ও আমান উদ্দিন।

 

Developed by :