Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে শ্রেষ্ঠ শিক্ষার্থী বিসক’র সোনালী

বিয়ানীবাজারবার্তা২৪.কম।। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ শ্রেষ্ঠ শিক্ষার্থী প্রতিযোগিতায় বিয়ানীবাজার সরকারি কলেজের (বিসক) একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আফরোজা জাহান সোনালী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে বৃহস্পতিবার প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সোনালীর নাম ঘোষণা করেন।

এ সময় উপকমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক এনামুল হক তালুকদার, সদস্য প্রভাষক সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে বিসক’র আফরোজা জাহান সোনালী শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, উপাধ্যক্ষ তারিকুল ইসলাম ।

মেধাবী ছাত্রী সোনালী বড়লেখা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওহাব ও গৃহিনী শাহানা বেগমের কন্যা। সে ইতিমধ্যে আরো ৪টি শাখায় উপজেলার সেরা নির্বাচিত হয়েছে।

 

Developed by :