Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
আবারও ক্রিকেট মাঠে তরুণ ক্রিকেটারের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক।। বেশ কিছুদিন ধরেই থেমে থেমে তরুণ ক্রিকেটারের মৃত্যুর খবর আসছে। ভারতেই সম্প্রতি এমন একাধিক ঘটনা ঘটেছে।

এবার ঘটল খোদ কলকাতায়। ওপার বাংলার গণমাধ্যম জানিয়েছে, আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কলকাতার ময়দানে অনুশীলন ম্যাচ খেলছিলেন বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। সেই দলে ছিলেন সোনু যাদব নামে এক তরুণ। তবে এদিন মাঠ থেকে আর বাড়ি ফিরে যেতে পারেননি সোনু।

প্রাথমিক ভাবে জানা গেছে, অনুশীলন শেষে শারীরিক অসুস্থতা বোধ করেন সোনু। সতীর্থরা তাকে ক্লাব টেন্টের ছায়ায় বিশ্রাম নিতে বলেন। কিন্তু তারপরেও তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। অসুস্থতা বাড়তে থাকলে ক্লাবের কর্মকর্তারা সোনুকে নিয়ে যান সিএবির মেডিক্যাল ইউনিটে। সতীর্থরা জানিয়েছেন, মাঠে গাড়ি না থাকায় বাইকে করে তাকে নিয়ে যাওয়া হয় সিএবিতে।

সেখানে চিকিৎসকরা সোনুকে দেখে বুঝতে পারেন যে, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। সঙ্গে সঙ্গে সোনুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক ভাবে হাসপাতাল সূত্রে জানা গেছে, সান স্ট্রোকের কারণেই ২২ বছর বয়সী সোনুর মৃত্যু হয়েছে।  শুরুতে হাসপাতালে নিলে বাঁচানো সম্ভব হতো বলে মত সোনুর সতীর্থদের। তাদের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষকে বললেও তারা প্রথমে পাত্তা দেয়নি।

 

Developed by :