Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ভোটারদের অভিনন্দন জানিয়ে রোকশানা বেগম লিমার ফেসবুক স্ট্যাটাস

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।। 

গতকাল ১৮ ই মার্চ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা (ফুটবল) ৩৮ হাজার একশ’ ০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসিনা বেগম (হাঁস) পেয়েছেন ১৮ হাজার ৭শ’ ৬৫ ভোট। তাছাড়া অপর প্রতিদ্বন্দ্বি জাহানারা বেগম (কলস) পেয়েছেন ৭ হাজার ৬শ’ ৬২ ভোট।

পূণরায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করায় ভোটারদের প্রতি রোকশানা বেগম লিমার ফেসবুক স্ট্যাটাস-

প্রিয় বিয়ানীবাজারবাসী,সহযোদ্ধা সমর্থক, কর্মী শুভানুধ্যায়ী ভাই বোনেরা প্রথমেই আমার সালাম/আদাব গ্রহন করুন।আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমি পুনরায় বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করিয়েছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করিছ। দ্বিতীয় বারের মতো বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সর্বোচ্চ ভোটের মাধ্যমে নির্বাচিত করিয়ে আপনাদের সেবা করার সুযোগ সৃষ্টি করে দেবার জন্য আমি আমার প্রিয় সহকর্মী ভাইবোন এবং সম্মানিত বিয়ানীবাজার উপজেলার সম্মানিত ভোটার সহ সর্বস্থরের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকার করছি। নির্বাচনের আগে প্রচাররনার জন্য সীমিত সময়ের কারনে আপনাদেরকে সময় অসমেয় বিরক্ত করেছি এজন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা করি নিজের মেয়ে/বোন মনে করে নিজ গুনে ক্ষমা করে দিবেন।আপনারা আমাকে দ্বিতীয় বারের মত নির্বাচিত করে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে ন্যায় নীতি এবং সততার সাথে পালন করার জন্য আপনারা সকলের সাহায্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আমরা বিয়ানীবাজারবাসী যদিও আমরা ১০টি ইউনিয়ন একটি পৌর সভায় বাস করছি আসলে আমরা সবাই একই মায়ের সন্তানের মত একই সূত্রে গাঁথা। আসুন সবাই মিলে সুন্দুর বিয়ানীবাজার গড়ি।

বিভিন্ন্ সময় জানা অজানা অনেক ক্রটি হয়তো করেছি এজন্য নিজের মেয়ে বোন হিসাবে ক্ষমা করে দিবেন। আপনারা আবারো বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে সর্বচ্চো ভোট প্রদানের মাধ্যমে আমাকে বিপুল ভোটের ব্যবাধানে দ্বিতীয় বারের মতো বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয়ী করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং যারা আমাকে ভোট দেননি, আমি আপনাদেরকে ও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে প্রতিদন্ধিতা করেছেন সেই সকল বোনদেরও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নির্বাচনে অংশগ্রহণের জন্য একই সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। যারা রাত দিন আমার নির্বাচনী প্রচারনার কাজে সকল ধরনে সহযোগিতা করেছেন সহযোদ্ধারা যারা অকৃতিম পরিশ্রম করেছেন ভোট কেন্দ্রের সকল এজেন্ট সমর্থক শুভানুধ্যায়ী ভাইবোনদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা ছাড়া কোন ভাবে আমি সফল হতে পারতাম না আমি আপনাদের কাছে চীরকৃতজ্ঞ।আপনাদের এই ঋন শোধ করার মত নয়।

সকলের ‘অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায়’ বিশাল এ বিজয় সম্ভব হয়েছে আমি আমার প্রিয় সকল শ্রদ্ধাভাজন দেশ বিদেশের প্রবাসী মুরব্বি পরামর্শদাতা সহযোদ্ধা নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ভাইবোনদের কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। ‘সুষ্ঠুভাবে’ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে আমাকে সর্বচ্চো ভোট প্রদানের মাধ্যমে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বোনের প্রাপ্ত ভোটের প্রায় দ্বি-গুন বেশী ভোটের বিপুল ব্যবধানে জয়ী করায়ে টানা দ্বিতীয় বারের মতো বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। আমি আপনাদে কাছে চিরকৃতজ্ঞ আপনাদে এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। ‘নিঃস্ব আমি, রিক্ত আমি দেবার কিছু নাই/ আছে শুধু ভালোবাসা মনে রাখবো ভা্ই। যে উদেশ্য নির্বাচিত করেছেন আমি যেন আপনাদের আমানত রক্ষা করতে পারি এজন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
.
আপনাদেরই রোকসানা বেগম লিমা-
মহিলা ভাইস চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা।

 

Developed by :