বিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বিয়ানীবাজারে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের কথা দিলেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিয়ানীবাজারে রাজনৈতিক সহাবস্থান প্রয়োজন। কারও সঙ্গে প্রতিহিংসার জন্য নয়, উপজেলায় শান্তি-শৃঙ্খলা, শিক্ষা, উন্নয়ন ও আলোকিত বিয়ানীবাজার উপজেলা গড়ার লক্ষেই মূলত চেয়ারম্যান পদে লড়ছি।
শুক্রবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিয়ানীবাজার উপজেলার মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউ ষড়যন্ত্র করে আমার বিজয় ঠেকাতে পারবে না। একাত্তরে আমার বাবা-ভাইকে হারিয়ে এলাকার জণগণকে পেয়েছি। দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কোন অন্যায় করিনি। আমাকে বারবার বঞ্চিত করার পরও সাধারণ মানুষের অধিকার নিয়ে সোচ্চার ছিলাম।
আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে নিজ দায়বোধ থেকে জণগনের সেবায় আরো নিয়োজিত হবো। তিনি আগামী ১৮ মার্চ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানান।
আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক তফজ্জুল হোসেন, পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন, সিরাজ উদ্দিন সরাজ ও মিছবাহ উদ্দিন,
আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ খালেদ আহমদ প্রমুখ।