বিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘অগ্নিবীণা বাংলা সংঘ’র কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিভাগের শ্রেণিকক্ষে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমদ রেজা চৌধুরীকে সভাপতি পদে এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জয়নাল হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে স্থান পেয়েছেন সহ সভাপতি পদে মাহবুবুল ইসলাম, আব্দুল লতিফ, ফারহানা আক্তার জুই, মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক, আলী আব্বাস, রুমন আহমদ,
সাংগঠনিক সম্পাদক পদে মো. আকমল হোসেন, হোসাইন মো. আশরাফ, শাহনাজ বেগম প্রিয়া, শিক্ষা সম্পাদক পদে আমিনুল ইসলাম বুলবুল, লুবনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পদে ছাইদুর রহমান লিয়ন, সুহেল আহমদ।
কমিটিতে নির্বাহী সদস্য পদে স্থান পেয়েছেন লোকমান হোসেন মুন্না, মো. আব্দুল লতিফ, আব্দুস সামাদ আজাদ, নাহিদুল হক নাহিদ, মো. ফরহাদ হোসাইন, পিংকু দেব নাথ, দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় পুরো কমিটির নাম ঘোষণা করেন বিদায়ী সভাপতি বাদল খান।