Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




উখিয়ায় গোলাগুলিতে দুই ভাইয়ের মৃত্যু

বিয়ানীবাজারবার্তা ডেস্ক।।

জেলার উখিয়ার পালংখালীতে বৃহস্পতিবার রাতে ইয়াবা কারবারি দুই পক্ষের গোলাগুলিতে আপন দুই ভাই নিহত হয়েছে।  নিহতরা হলো, মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২)।

তারা কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মল্লুকে ছেলে।



এ ব্যাপারে উখিয়ার থানার ওসি আবুল খায়ের বলেন, ইয়াবা কারবারি দুই পক্ষের মধ্যে গোলাগুলির তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।



পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, দেশের তৈরি দুইটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।



পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের শনাক্ত করা হয়। নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
























 

Developed by :