Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




হোটেলে নারীসহ আওয়ামী লীগ নেতা ধরা

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীকে শহরের প্রাইম আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারীসহ তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয় পুলিশ।



পুলিশ জানায়, ঠাকুরগাঁও শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলে এক নারীর সঙ্গে অবৈধ মেলামেশারত অবস্থায় জয় চৌধুরী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের দুইজনকে এ বিষয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।



এ বিষয়ে জানতে আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীর মুঠোফোনে কল করা হয়। তিনি ঘটনা অস্বীকার করে মুঠোফোনের লাইন কেটে দেন।



বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এক নারীর সঙ্গে হোটেলে আপত্তিকর অবস্থায় জয় চৌধুরীকে ধরা হয়। পরে তাদের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়।



ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করে জয় চৌধুরীকে ছেড়ে দেন। একই সঙ্গে এ বিষয়ে তাদের দুইজনকে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।






















 

সর্বশেষ সংবাদ

Developed by :