বিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজারে গত দু’দিন থেকে ফরিজ উদ্দিন (৫৯) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন।
গত সোমবার (১১ মার্চ) উপজেলার তিলপাড়া ইউনিয়নের পূর্ব দেবারাইস্থ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা চেক হাফ শার্ট ও লুঙ্গি এবং হাতে ছিল একটা শীতের গেঞ্জি।
এদিকে, বৃদ্ধের খোঁজ পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান কামনা করেছেন নিখোঁজের স্বজনরা।
নিখোঁজ বৃদ্ধের খোঁজ পেলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে- ০১৭২৪-৯৬৭৮৬২ (মাওলানা মুহাম্মদ রায়হান উদ্দিন)।