Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




রুহুল আমিন স্যারের পুত্র রিয়াদ নিখোঁজ ।। সন্ধান কামনা

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

বিয়ানীবাজারের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি ফলপ্রার্থী রিয়াদ উজ্জামান নিখোঁজ রয়েছেন।

রোববার (১০ মার্চ) বিকালে বাড়ি থেকে বের হয়ে রাত দু’টা পর্যন্ত সে ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন।



নিখোঁজ রিয়াদ দাসগ্রামের মরহুম রুহুল আমিন স্যারের পুত্র।



যদি কোন ব্যক্তি রিয়াদের সন্ধান পান তাহলে ০১৮১৯-৮৮৬৮৩৬ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



 


























 

Developed by :