Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে আ’লীগের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকিরকে জাপার সমর্থন

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেনকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টির একাংশ।

শনিবার (৯ মার্চ) রাতে জাকির হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ আনারস প্রতীকের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে দলীয় নেতাকর্মীদের জোরালো প্রচারণায় নামার তাগিদ দেন।



এ সময় জাপা নেতারা বলেন, ঘরে বসে থাকার সময় আর নেই। প্রতিটি গ্রামে আনারস প্রতীকের বিজয় মিছিলের জন্য নেতাকর্মীদের মাঠে নামতে হবে। মা-বোনদের সালাম দিয়ে ভোটদানে নিয়ে আসতে হবে।



উপজেলা জাতীয় পার্টির একাংশের সিনিয়র সহ-সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বলেন, একাত্তরে আমার বাবা-ভাইকে হারিয়ে এলাকার জনগণকে পেয়েছি।  দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কোন অন্যায় করিনি।



তিনি বলেন, আমাকে বার-বার বঞ্চিত করার পরও সাধারণ মানুষের অধিকার নিয়ে সোচ্চার ছিলাম। আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে নিজ দায়বোধ থেকে জনগণের সেবায় আরো নিয়োজিত হবো।



জাতীয় পার্টির সমর্থন সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলী আহমদ বদরুস সালাম, যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি শামছ উদ্দিন রানা, সদস্য সচিব সুনাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের

কোষাধ্যক্ষ ময়নুল হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, ব্যবসায়ী আব্দুর রউফ চান্দ আলী, তাফসীরুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, মাহতাবুর রহমান প্রমুখ।

 


























 

Developed by :