Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বঙ্গবন্ধুকে হারিয়ে ফাইনালে ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব

বিয়ানীবাজারবার্তা২৪.কম।। 


বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের ফাইনালে ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব। আজ সেমিফাইনালে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদকে ৭ উইকেটে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে।

সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের দলীয় অধিনায়ক শাহেদ আহমদ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের মাঝারি সংগ্রহ পায় বঙ্গবন্ধু।


বঙ্গবন্ধুর দলীয় অধিনায়ক শাহেদ ৬০ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন পক্ষান্তরে ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাবের মুস্তাকিম ৩ ওভার বল করে ৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।


১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭ ওভারে শাহেদ এবং পারভেজের পার্টনারশীপে ফাইনালে পৌঁছে যায় আসরের হট ফেভারিট ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব।

ঘুঙ্গাদিয়ার পারভেজ করেন সর্বোচ্চ ৬১রান ও শাহেদ দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান।


ম্যান অব দ্যা ম্যাচ শাহেদ (ঘুঙ্গাদিয়া), মোস্ট এক্সাইটিং প্লেয়ার শাহেদ (বঙ্গবন্ধু), লং সিক্স পারভেজ (ঘুঙ্গাদিয়া), ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস বাপ্পু (বঙ্গবন্ধু) এবং সেরা দর্শক সাগর।

 

 

 



























 

সর্বশেষ সংবাদ

Developed by :