Tuesday, 31 January, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
বৈঠকে নিজ দলের বিধায়ককে জুতাপেটা

বিয়ানীবাজারবার্তা ডেস্ক।।

ভরা মসলিসে নিজ দলের বিধায়ককে জুতাপেটা করেছেন বিজেপির এক সংসদ সদস্য।  এর ভিডিও নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগরে।বুধবার সন্ধ্যায় সন্ত কবির নগরে একটি শিলান্যাস অনুষ্ঠানে কাদের নাম থাকবে সেই নিয়ে একটি বৈঠকে বসেছিলেন বিজেপির সংসদ সদস্য শরদ ত্রিপাঠী ও বিজেপি বিধায়ক রাকেশ সিং। প্রকল্পের ভিত্তিপ্রস্তরে নাম না থাকায় বিতর্কে জড়ান, লোকসভার সদস্য শরদ ত্রিপাঠি।কথা কাটাকাটির এক পর্যায়ে জুতা খুলে, উত্তর প্রদেশের বিধায়ক রাকেশ সিংকে উপর্যুপরি মারতে থাকেন শরদ।  এরপর রাকেশও চড়াও হন, শরদকে কিল-ঘুষি মারেন তিনি। পরে আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন।এই ঘটনার পর বৈঠকটি পণ্ড হয়ে যায়।  তবে এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন বিধায়ক রাকেশ সিং।

  

সর্বশেষ সংবাদ

Developed by :