Thursday, 9 February, 2023 খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
প্রাক্তন ফুটবলারদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

‘ফিরে চল মাটির টানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড়বৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।

৩ মার্চ রোববার সন্ধ্যা ৭টায় জেলা ক্রীড়া ভবনস্থ সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় সংবর্ধিত প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড়দের সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।


সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার এর সভাপতিত্বে উক্ত সংবর্দনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বন্দীপ কুমার সিংহ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি এর ডিরেক্টর জেনারেল মো. রফিকুল ইসলাম বাদল।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।অনুষ্ঠানে বক্তব্য আরোও বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু ও নুরে আলম খোকন, সংবর্ধিত প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড়দের পক্ষে এক্স টাওয়ার হ্যামলেট ডেপুটি মেয়র ওহিদ আহমদ, মাহতাব উদ্দিন, সাব্বির আহমদ চৌধুরী, এ.এইচ. ফেরদৌস, আহমেদ আলী মেনাই,এম.বি.এ. খান পাপ্পু, সালাউদ্দিন আহমেদ সাহেদ, ওয়াহেদ আহমেদ,  মো. নাজমুল ইসলাম, আবুল মহসিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সিলেট বিভাগীয় সোনালী অতীত ক্লাবের সভাপতি সফিকুর রহমান।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমদ, প্রাক্তন কৃতি ফুটবলার মুহিব আলী, সিলেট বিভাগীয় সোনলী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চেরাগ, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আলী বাদল, যুগ্ম সম্পাদক মিলন খান বাদশাহী ও কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন, ইমরুল কয়েছ,

গ্রেটার সিলেট এক্স ফুটবলার্স এসোসিয়েশন ইউ.কে এর সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেদ, মেজবাহ উদ্দিন চৌধুরী, নুরুজ্জামান, বদরুল হোসেন, সবুর আহমেদ, আবুল হোসেন, লুলু আহমেদ, বুরহান রেজা, মো. আমিনুল ইসলাম, ওহায়েদ আহমেদ, সৈয়দ নব্বির মিয়া, আজিজুর রহমান, জুয়েল আহমদ, শামীম হোসেন, এনায়েত হোসেন, দিলোয়ার মিয়া প্রমুখ।

 

 


   

সর্বশেষ সংবাদ

Developed by :