Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




প্রচারণা শুরু: ভাইস চেয়ারম্যান পদে খছরুল চশমা জামালের তালা প্রতীক

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। বৃহস্পতিবার (আজ) দুপুরে সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।



প্রাপ্ত তথ্যমতে, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক চেয়েছিলেন মোহাম্মদ খছরুল হক ও মো. জামাল হোসেন। শেষ পর্যন্ত লটারি না করে ভ্রাতৃত্বপূর্ণ আলোচনায় প্রতীক বরাদ্দ করা হয়। মোহাম্মদ খছরুল হক পেয়েছেন চশমা এবং জামাল হোসেন তালা প্রতীক।



প্রতীক হাতে পেয়ে বৃষ্টিবাদল উপেক্ষা করে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

 

 



 


















 









 

Developed by :