Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




কমলগঞ্জ থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. চান মিয়া (৫০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার উবাহাটা গ্রামের মো. আবুল আলীর ছেলে।



সোমবার ২৫ ফেব্রুয়ারি দুপুর ০১টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।



গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 



 


















 










 

সর্বশেষ সংবাদ

Developed by :