Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা একসাথে : বাছাইয়ে বাদ পড়লেন হাসনাত আলকাছ মামুন

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা একসাথে মিলিত হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়েছে।

মনোনয়নপত্র বাছাইকালে ১৪ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. খুরশীদ আলম।

 



আজ বুধবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে এ তিন স্বতন্ত্র প্রার্থীর নিজ এলাকার সমর্থনকারি ভোটারের স্বাক্ষরে অমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ দেয়া হয়। ভোটার তালিকায় ত্রুটি থাকায় তাদের মনোনয়ন অযোগ্য ও অবৈধ ঘোষণা করেন দায়িত্বশীল কর্মকর্তা। এ সময় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রত্যেক প্রার্থী উপস্থিত ছিলেন।

 



নির্বাচন অফিসের সংশ্লিস্টরা জানান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত ও আলকাছ আলীর মনোনয়নপত্র বাছাইয়ে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে মামুনুর রশিদ মামুনের মনোনয়নপত্র একই কারণে বাতিল করা হয়।

 



এর ফলে উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১১জন প্রার্থী নির্বাচন করার বৈধ্যতা পেয়েছেন। সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

 



উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, জেলা প্রশাসক বরাবরে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

 



আজ বুধবার বিকাল ৫টায় প্রার্থীদের কি কারণে বাদ দেয়া হয়েছে তা লিখিতভাবে জানিয়ে দেয়া হবে।

 

 


















 

 



 



 

Developed by :